বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

দুই দিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর মেলা শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ২৬৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: উন্নততর কর রাজস্ব সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগ ও কর অঞ্চল-৯ এর যৌথ আয়োজনে আজ (মঙ্গলবার) ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে দুই দিনব্যাপী ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৯’ শুরু হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল এম লোকমানুর রহমান, এনজিপি, এনডিইউ, পিএসসি।

উল্লেখ্য, এনবিআরের উদ্যোগে সারাদেশে গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৬১৩ কোটি টাকার কর রাজস্ব আয় হয়েছে।

মেলায় ১৮ লাখ ৬৩ হাজার ৩৮৭ জন সেবাগ্রহণকারী সেবা নিয়েছেন এবং আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৫ হাজার ৯৫। এর পাশাপাশি এবারের মেলায় নতুন ইটিআইএন নিবন্ধন হয়েছে ৩২ হাজার ৯৬১টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com