নিজস্ব প্রতিবেদক: কার্গো ন্ডলিংয়ের অর্থ আদায় না করে সরকারের ১১৮ কোটি টাকা ক্ষতিসাধনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইফতিখার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বাধীন একটি দল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সকালে গ্রেপ্তারকৃত দুজনসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক।