সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও ফার্মগেট ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ  দেশে কোন জঙ্গি নেই ; স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া

স্বর্ণজয়ী আরচারি দলকে বিমানবন্দরে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভ্যর্থনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৪ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস শেষ হয়েছে গতকাল (মঙ্গলবার)। এই গেমসে বাংলাদেশের জেতা ১৯ স্বর্ণ পদকের মধ্যে ১০ টিই এসেছে আরচারি থেকে। গেমের আরচারি ডিসপ্লিনের ১০ ইভেন্টের সবকটিতে স্বর্ণ জিতে অনন্য নজির স্থাপন করা আরচারি দল দেশে ফিরেছে আজ (বুধবার) সন্ধ্যায়।

হযতর শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ স্বর্ণজয়ী আরচারি দলকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা উপস্থিত ছিলেন।

আরচারি দল বিমানবন্দরে আসার পর সেখানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। গেমসে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য পেয়েছে আরচারির কারণে।

২০১৬ সালের এসএ গেমসে আরচারিতে বাংলাদেশ পেয়েছিল মাত্র চারটি রৌপ্য। সেবার ১০ স্বর্ণই জিতে নিয়েছিল ভারত। কিন্তু আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থাকায় এবার গেমসে ভারত ছিল না। বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে সবগুলো স্বর্ণ নিয়েই ফিরেছে।

গেমসের তেরতম আসরে বাংলাদেশ বাকি ৯ স্বর্ণের ৩টি জিতেছে কারাতে থেকে, ২টি করে ক্রিকেট ও ভারোত্তোলন থেকে এবং একটি করে তায়কোয়ানদো ও ফেন্সিং থেকে।

গেমসের ২৬ ডিসিপ্লিনের মধ্যে এবার বাংলাদেশ অংশ নিয়েছিল ২৫ টিতে। ১৯ স্বর্ণসহ মোট পদক ১৪২ টি। রৌপ্য ৩৩ টি ও ব্রোঞ্জ ৯০ টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com