আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্র। রহস্যময় এই ভাইরাস ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে। আক্রান্ত করেছে প্রায় সাড়ে সাত লাখ মানুষকে। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্ক রাজ্যের। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ।
এর মধ্যে নিউইয়র্ক পুলিশ বিভাগের ৪ হাজার ৩৪৭ জন সদস্য রয়েছেন। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার পর্যন্ত নিউইয়র্ক পুলিশের ৫ হাজার ৩২৪ জন সদস্য অসুস্থ হয়েছেন। যা পোশাকধারী পুলিশের মোট সদস্যের ১৪.৭ শতাংশ। আর সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদমর্যাদা হিসাব করলে ১৯.৮ শতাংশ।
মোট অসুস্থদের মধ্যে ১ হাজার ৮৫৫ জন সামরিক ও ৩৭৫ জন বেসামরিক সদস্য করোনায় আক্রান্ত। অবশ্য সুস্থ হয়ে মোট ২ হাজার ৮৯ জন সদস্য কাজে যোগ দিয়েছেন।
এদিকে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) ৬৬৭ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এফডিএনওয়াই এর মুখপাত্র জিম লং। আক্রান্তদের মধ্যে ফায়ারফাইটার, ইএমএস ও বেসামরিক কর্মী রয়েছেন। বর্তমানে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের ২ হাজার ২০০ জন সদস্য অসুস্থ্যতার ছুটি কাটাচ্ছেন। এই তালিকায় করোনাভাইরাসে আক্রান্তরাও রয়েছেন।