নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের দুযোর্গ সময়ে সারাদেশের কৃষক যখন শ্রমিকের অভাবে ধান কাটতে দুঃচিন্তায় ভুগছেন ঠিক সেই সময়ে এগিয়ে আসছেন ছাত্র লীগের তরুণ নেতারা।
সারাদেশে কৃষকের ধান ঘরে তুলে দিতে ব্যস্ত সময় পার করছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখহাসিনার নির্দেশে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সার্বিক দিক নির্দেশনায় যশোরের বাঘারপাড়া উপজেলার একজন দৃষ্টি প্রতিবন্ধী কৃষকের ধানকাটা দিলেন। ওই কৃষকের ধান কেটে দওয়ায় তিনি মহা আনন্দিত। আর এই কৃষকের হাসি ফুটিয়েছেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বি এম শাহজালালের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের, সকল নেতৃবৃন্দ । যারা রোযা রেখেও ছাত্র লীগ নেতা শাহজালালের ডাকে সাড়া দিয়ে এক দৃষ্টি প্রতিবন্ধী গরিব কৃষকের ধান কেটে দিলে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
ছাত্র লীগ নেতা শাহজালাল জানান, পযার্য়ক্রমে এই উপজেলার গরীব কৃষকের পাশে সব সময় ছিল এবং আগামীতে তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন ।