বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

একজন মা ও সন্তানের ‘অবাক যোগসূত্র’

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২২২ বার পঠিত

বিনোদন ডেস্ক : ‘অবাক যোগসূত্র’ নাটকের দৃশ্যে রুনা খান, জোভান আহমেদ

গ্রামের খেটে খাওয়া এক সংগ্রামী যুবক জোভান। ভাগ্য উন্নয়নের জন্য অনেককিছু করেছে। বাপ-দাদার সামান্য সম্বল জমি বেচে দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিল। বিদেশে গেলেও অবৈধ কাগজপত্রের কারণে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসে। তাই সচ্ছলতা কখনো তাকে ধরা দেয়নি।

এক পর্যায়ে জোভান তার মাকে নিয়ে ঢাকা যায়। তাকে নিয়ে একটি হোটেলে যায়। ভালো খাবারের অর্ডার দেয়। মা ভাবে, গ্রামে ছেলের বৌ ও নাতি আছে। তাদের ফেলে তিনি কীভাবে খাবেন? এরপর জোভান মায়ের হাতে কিছু টাকা দিয়ে রাস্তায় বসিয়ে রেখে চলে যায়। মূলত সংসার টানতে না পেরে মাকে ফেলে আসার সিদ্ধান্ত নেয় জোভান।

অন্যদিকে রুনা খান একজন সংগ্রামী মা। তার ১২ বছরের ছেলে প্রতিবন্ধী। এই সন্তানকে ঘিরে জটিলতার কারণে তার সংসার ভেঙে গেছে। রুনা খানও তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মফস্বল থেকে ঢাকা যায়। এখান থেকেই ঘটতে শুরু করে চমকপ্রদ ঘটনা। সময়ের সঙ্গে দুটি গল্পই এক বিন্দুতে মিলে যায়।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘অবাক যোগসূত্র’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। জোভান আহমেদ ও রুনা খান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—শিল্পী সরকার অপু, আশরাফুল আশীষ, শিশুশিল্পী শরীফুল প্রমুখ। নাট্যকার শান্তনু বলেন, ‌‘জীবনঘনিষ্ঠ গল্পটি আসলে মা ও সন্তানের চিরন্তন ভালোবাসার নতুন এক রূপ। এতে সমসাময়িক ঘটনাও আছে। যা দর্শককে ভাবাবে, কাঁদাবে।’

মা দিবস উপলক্ষে নির্মিত এ নাটক প্রযোজনা করেছে আর এইচ তানভীর পিকচারস। আগামীকাল রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে এটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com