জ্যেষ্ঠ প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ ১৯ অক্টোবর (সোমবার) সকাল ১০টা থেকে শুরু হবে। এ আইপিও আবেদন গ্রহণ চলবে ২৫ অক্টোবর (রোববার) বিকেল ৫টা পর্যন্ত।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ইস্যু ম্যানেজার ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের সহকারী ম্যানেজার শহীদুল ইসলাম গন্যমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৬ আগস্ট বিএসইসির ৭৩৭তম কমিশন সভায় ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় এবং আইপিও খরচ পরিচালনা খাতে ব্যয় করবে।
প্রসঙ্গত, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।