শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মুন্সীগঞ্জের মাওয়ায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২০৫ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মাওয়া আর্মি ক্যাম্প থেকে আরএফআইডি (রেডিও ফ্রিকােয়েন্সি আইডেটিফিকেশন) কার্ডে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মাওয়া বাজারের দক্ষিণ মেদিনীমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শরু হয়।

কর্মসূচির উদ্বােধন করেন পদ্মা সেতুর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলায় সেনাবাহিনীর কমান্ডিং অফিসার এবং মাওয়া আর্মি ক্যাম্পর কমান্ডার লে. কমান্ডার খন্দকার মুস্তাফিজুর রহমান।

এই কার্ড সিস্টেমে কর্মহীন দরিদ্রদের সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণের জন্য পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসাবে শনিবার মাওয়া ও আশপাশের গ্রামের তিনশ’ পরিবারকে প্রথম এই ত্রাণ দেওয়া হলাে। ত্রাণের প্রতিটি প্যাকেটে ৮টি আইটেম ছিল। এর মধ্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, এক কেজি চিরা, দুই কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, পাঁচশ’ গ্রাম লবণ, এক লিটার সয়াবিন তেল এবং একটি গুড়া সাবানের প্যাকেট।

পরবর্তীতে পুরো জেলায় তিন হাজার পরিবারকে এই ত্রাণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

লে. কমান্ডার খন্দকার মুস্তাফিজুর রহমান বলেন, ‘এই ত্রাণ দেওয়ার পর আবার ফােন দিয়ে জানিয় দেওয়া হবে পরবর্তী ত্রাণ কবে দেওয়া হবে। করােনাভাইরাসের সংক্রমণ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ত্রাণ অব্যাহত থাকবে। সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে এই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com