আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, দেশ রক্ষায় ইরানি সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও শক্তিমত্তা শত্রুকে হতবিহ্বল করে দিয়েছে। খবর পার্স ট্যুডে।
তিনি শনিবার তেহরানে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, যে কোনো আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রুর গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব বাগাড়ম্বর করেছেন সেসবের প্রতি ইঙ্গিত করে জেনারেল মুসাভি বলেন, ইরান ট্রাম্পের বাগাড়ম্বরের জবাব দেয়ার প্রয়োজন মনে করে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি গত ৩১ আগস্ট এক ভাষণে বলেন, আত্মরক্ষা ও শত্রুর ওপর হামলা করার সক্ষমতা বাড়ানোর পূর্ণ অধিকার তেহরানের রয়েছে।
তিনি বলেন, মানবতা ও বিবেকের প্রতি ভ্রুক্ষেপহীন সাম্রাজ্যবাদীরা যে বিশ্বে ধারক ও বাহক হয়ে বসে আছে সে বিশ্বে আত্মরক্ষার ব্যবস্থা নেয়ার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তার দেশ ততক্ষণ নিরাপদে থাকবে যতক্ষণ শত্রুরা ইরানের সামরিক সক্ষমতা ও শক্তিমত্তাকে ভয় পাবে।