বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

১২ এপ্রিল ঢাকাকে ‘ইয়ুথ ক্যাপিট্যাল’ হিসেবে উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৮৯ বার পঠিত

বিশেষ প্রতিেবেদক: বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিট্যাল হিসেবে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ইয়ুথ ক্যাপিট্যালের উদ্বোধন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

তিনি বলেছেন, ‘মুজিববর্ষকে আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখতে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে উদযাপন করবো। গত বছরের ২৫ ডিসেম্বর ওআইসি আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি প্রদান করে। যার মাধ্যমে বঙ্গবন্ধুকে আমরা সারা বিশ্বের কাছে নতুনভাবে উপস্থাপন করতে পারবো। আগামী ১২ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইয়ুথ ক্যাপিটালের উদ্বোধন করা হবে।’

আজ (বুধবার) জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে মুজিববর্ষের বিশেষ ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘২০২০ সাল বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর এটি। বছরটি যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১০০টি ক্রীড়া ইভেন্ট আয়োজন করছি।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com