শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স কেন, প্রশ্ন কাদেরের

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ২১৭ বার পঠিত

 
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের যে দাবি করেছে বিএনপি, সেটির প্রয়োজনীয়তা দেখছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব) জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে জাতীয় কমিটি গঠন করেছেন।

‘কিন্তু প্রশ্ন হচ্ছে এ মুহূর্তে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রশ্ন কেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন এবং সে কমিটি করোনা প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।’, বলেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ‘জাতীয় টাস্কফোর্স‘ নিয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাজ্য সরকার টাস্কফোর্স গঠন করেছেন করোনার নতুন ভ্যাকসিন আবিস্কারের জন্য। যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাসের কারণ মেডিকেল টাস্কফোর্স গঠিত হয়েছে। দুই দেশে গঠিত হয়েছে মেডিকেল টাস্কফোর্স। মির্জা ফখরুল জাতীয় টাস্কফোর্স বলতে কি বোঝোতে চান?

তিনি বলেন, এর ব্যাখ্যাটা কী। তিনি পরিস্কার করে কিছু বলেননি। এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো বিষয়।

‘মির্জা ফখরুল কী কিছুদিন পর জাতীয় দুর্যোগ টাস্কফোর্সের কথা বলবেন। তারপর আবার জাতীয় সরকার গঠনের কথা বলবেন। এটা তো আবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। এটা তো আজকের সংকটে করোনো প্রতিরোধে যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে এটা বিচ্যুতি’, বলেন ওবায়দুল কাদের।

করোনা প্রতিরোধে শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিতে আপত্তি নেই। কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাজ বলে মনে করি না।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে সবার প্রতি আহ্বান জনিয়ে তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ এ সংকট মোকাবিলা করে জয়ী হবো।

সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সবদিক বিবেচনা করে সবার স্বার্থ অক্ষুণ্ণ রেখে ফ্রন্ট লাইন ওয়ার্কারদের প্রধান্য দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণার করার পর সর্বমহলে প্রশংসিত হয়েছে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ধন্যবাদ জানিয়েছেন। অথচ এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে।

‘সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি বিরূপ মন্তব্য করা শুরু করেছে। এ মানবিক ক্রান্তিকালে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রত্যাশা করি না।

আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়ে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা এই দুর্যোগের মধ্যে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হতে চাই না। তারপরও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যাচার বিভ্রান্তিমুলক মন্তব্য করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com