অনলাইন ডেস্ক : করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ৩৩৬ জন।
শনিবার (২ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনায় মারা গেছেন মোট ১২১৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭১ জন।
এদিকে, কোভিড-১৯ যোদ্ধাদের ধন্যবাদ জানাতে রোববার দেশের হাসপাতালগুলির উপরে আকাশপথে ফুলের পাপড়ি বর্ষণ করবে সেনাবাহিনী। আলোকসজ্জায় সজ্জিত করা হবে জাহাজগুলিকেও। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাতেই এমন করা হবে বলে শুক্রবার সন্ধ্যায় জানান ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।
প্রসঙ্গত, ভারতে করোনার সংক্রমণ এড়াতে ২৫ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন শুরু হয়। ধাপে ধাপে সেটা ৪ মে পর্যন্ত করা হয়। শুক্রবার সন্ধ্যায় লকডাউন বলবৎ থাককালীন সময়ে নতুন করে এই মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে।