শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কলকাতায় ত্রাণ দিতে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ১৮৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে গৃহবন্দী দুঃস্থ মানুষদের এখন নাভিশ্বাস দশা। আবার এই দুস্থদের ত্রাণ বিতরণের দায়িত্ব রাজনীতিবিদদের হাতে গেলে যে সিংহভাগই লুটপাট হয়ে যায় তার নজিরও আছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থরা যাতে সুশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহ করতে পারে সেজন্য অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

২৯ এপ্রিল কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে ফুটপাতে আইল্যান্ডে টেবিলের ওপর প্যাকেট করে রাখা হয়েছে চাল, ডাল, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ত্রাণ নিতে আসা মানুষ। তারা পর্যায়ক্রমে এসে টেবিল থেকে একটি করে পণ্যের প্যাকেট তুলে নিয়ে চলে যাচ্ছেন। আর টেবিলগুলোর অপরপ্রান্তে দাঁড়িয়ে ত্রাণ নিতে আসা মানুষদের নমস্কার গ্রহণ করছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

ট্রাফিক পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রংশসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

দেবদত্ত মন্ডল নামে এক জন লিখেছেন, ‘দারুন উদ্যোগ, ঠিক এটাই দরকার ছিল শুরু থেকে। তাহলে রাজনৈতিক নেতা বা ডিলার রা গরিবের খাবার খেয়ে নিতে পারত না।’

গোপাল হাজরা নামে এক ব্যক্তি লিখেছেন, ‘অসহায় মানুষের সাহায্য আপনারাই করুন। ছোট বড় কোনো নেতার মাধ্যমে দেবেন না। আপনারা দিলে সঠিকভাবে মানুষ পাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com