রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ব্রাজিলে করোনায় মৃত্যু ২২ হাজারের বেশি

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১৮৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কেন্দ্রভূমি হয়ে উঠেছে লাতিন আমেরিকা, যেখানে সবচেয়ে বেশি ভুগছে ব্রাজিল। শনিবার সেখানে প্রায় এক হাজার মানুষ নতুন করে মারা গেছে প্রাণঘাতী ভাইরাসে। তাতে মৃত্যু ছাড়িয়েছে ২২ হাজার।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানির সংখ্যা ২২ হাজার ১৩ জন।

ব্রাজিলে নতুন করে ১৬ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনায় আক্রান্ত ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন।

বিশ্বে মোট আক্রান্তের হিসাবে ব্রাজিল পেছনে ফেলেছে রাশিয়াকে। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরে তাদের অবস্থান। রাশিয়ায় ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন আক্রান্ত হয়েছে।

ব্রাজিলে সবচেয়ে মারাত্মক পরিস্থিতি সাও পাওলোতে। করোনার সংক্রমণ চূড়ায় না পৌঁছালেও সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। বলতে গেলে খালি হাতে জীবন বাঁচানোর সংগ্রাম করছেন তারা। অন্যদিকে ‘সামান্য ফ্লু’ উপেক্ষা করে দেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মনোযোগ অর্থনীতির ক্ষতি সারিয়ে তোলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com