বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আমেরিকানদের টিকা দেওয়া হবে বিনামূল্যে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ২০৯ বার পঠিত

আমেরিকানদের করোনার টিকা দেওয়া হবে বিনামূল্যে

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে। টিকার কার্যকারিতা প্রমাণিত হলেই তা দেওয়া শুরু হবে বলে বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা পল মাঙ্গো সাংবাদিকদের বলেন, ‘আমরা যার মাধ্যমে টিকার মূল্যায়ণ করবো এবং অনুমোদন দেওয়া হবে বলে আশাবাদী সেই নিয়ন্ত্রণ কঠোরতা একেবারেই হ্রাস করছি না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয়টি টিকা প্রকল্পে যুক্তরাষ্ট্র এক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। ক্লিনিক্যাল ট্রায়ালের পরপরই যাতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টিকা পাওয়া নিশ্চিত করা যায় সেজন্য চুক্তিও স্বাক্ষর করেছে।

ওয়াশিংটন জানিয়েছে, টিকার দাম জনগণের কাছ থেকে নেওয়া হবে না। বরং এর ব্যয় সরকার বহন করবে। চিকিৎসক ও ক্লিনিকগুলোকে টিকার জন্য অর্থ দিতে হবে। তবে এ ব্যয় নির্বাহ করবে সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলো।

মাঙ্গো জানান, অধিকাংশ বাণিজ্যিক বীমা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের কাছ থেকে অর্থ না নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘আমরা ২০২১ সালের জানুয়ারির মধ্যে কোটি কোটি ডোজ টিকা সরবরাহের পথে রয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com