মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

দক্ষিণখানে ইয়াবাসহ গ্রেফতার নারী কারাগারে

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি মোছা. জননেছাকে (৩০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৮ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর দক্ষিণখান থানায় মাদকদ্রব্য আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার রিমান্ড আবেদর নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দক্ষিণখান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার (২৮ জুলাই) দক্ষিণখান থানার নদ্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি প্যাকেটে ৪০৩ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com