বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য প্রতিটি দল নজর রেখেছে পাকিস্তানের দিকে। তারই ধারায় এবার পাকিস্তানের গতিতারকা হারিস রউফকে দলে ভেড়াল রংপুর রাইডার্স। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি এ বিষয় নিশ্চিত করেছে।
এবারের বিপিএলে পাকিস্তানের মূলধারার ক্রিকেটারদের অন্তর্ভুক্তির কারণ ভারত। সাউথ আফ্রিকা ও আরব আমিরাতের লিগে ভারতীয় মালিকানা থাকায় খেলার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সু্যোগে পাকিস্তানিদের দলে টানছে দলগুলো।
সেই সুযোগ লুফে নিয়ে রউফকে দলে নিয়েছে রংপুর। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে রউফকে দলে নেয়ার খবরটি নিশ্চিত করেছে তারা। এর আগে পাকিস্তানি পাওয়ার হিটার অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকেও দলে ভিড়িয়েছিল দলটি।
এদিকে বিপিএলের এবারের আসরের জন্য সবার আগে নিজেদের আইকন ক্রিকেটারের নাম প্রকাশ করে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন মাশরাফি বিন মুর্তজা। চার বিদেশি ক্রিকেটারের নামও প্রকাশ করেছে তারা।
যেখানে সবচেয়ে বড় তারকা পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। তার সঙ্গে থাকছেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার থিসারা পেরেরা। আরো আছেন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস এবং ধনাঞ্জয়া ডি সিলভা।