বিনোদন ডেস্ক :করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে লকডাউন। এই সময়ে আশার বাণী শোনাতে গান নিয়ে আসছেন সংগীতশিল্পী অনুপ জালোটা। তার সঙ্গে থাকছেন আরো ২১০ জন শিল্পী।
এ প্রসঙ্গে ‘ভজন সম্রাট’খ্যাত অনুপ জালোটা বলেন, “টেলিফোন, ভিডিও কনফারেন্সে বেশ কিছু আলোচনা করার পর এই গানের আইডিয়া এসেছে। গানের শিরোনাম ‘জয়তু জয়তু ভারতম’। এটি কম্পোজ করেছেন শংকর মহাদেবা। আর গানের কথা লিখেছেন প্রসূন জোশি।”
তিনি আরো বলেন, ‘মজার বিষয় হচ্ছে এই গানে মোট ২১১ জন সংগীতশিল্পী রয়েছেন। আশা ভোঁসলেও আমাদের সঙ্গে গেয়েছেন। এই বয়সেও তার অসাধারণ কণ্ঠ সত্যিই আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা বাড়ি থেকেই আমাদের গানের অংশ গেয়েছি। আমাদের সকলের এখন প্রত্যাশা, গভীর অন্ধকারের পর ভোর হবে। জয়তু জয়তু ভারতম গানটি আমাদের সেই আশা জাগাবে।’
অনুপ জালোটা বলেন, ‘এই গানটি ইন্ডিয়ান সিঙ্গারস রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৈরি হচ্ছে। সংগীতশিল্পীদের জন্য কিছু করা হচ্ছে না। এই মুহূর্তে আমাদের সহকর্মী শিল্পীদের পাশে দাঁড়ানো প্রয়োজন, বিশেষ করে যারা এখন কর্মহীন হয়ে পড়েছেন।