আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকির কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশবাসীকে কঠিন সময়ের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের যে হুমকি দিয়ে রেখেছিলেন তা শনিবার থেকেই কার্যকর করার ঘোষণা দিয়েছেন। তার এ পদক্ষেপের তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
গতকাল শুক্রবার ট্রুডো বলেন, কানাডা জবাব দিতে প্রস্তুত। অভীষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে জোরাল এবং যুতসই জবাব দেওয়া হবে|
টিভিতে এক মন্তব্যে তিনি বলেন, ‘আমরা এটি চাই না। কিন্তু তিনি (ট্রাম্প) যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব। সব বিকল্পই টেবিলে আছে।’
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি শনিবার থেকে কানাডার পণ্য সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকলেই ২৫ শতাংশ কর দিতে হবে। যদিও এ শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলও অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।
যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্য ও সেবার ৭৫ শতাংশই পাঠায় কানাডা। ফলে ট্রাম্পের ঘোষিত শুল্ক আরোপ হলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হবে।
সেকথা প্রকাশ্যেই জানিয়ে ট্রুডো বলেন, ‘আমি রাখঢাক করব না। আগামী দিনগুলোতে আমাদের দেশ কঠিন সময়ের মুখে পড়তে পারে।
বিবিসি জানিয়েছে, অটোয়ার কর্মকর্তারা কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তার একটি ছক কষছেন। তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে তারা আপাতত প্রস্তুত নন।