ঢাকা: নির্বাচিত হলে আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈম। আসন্ন নির্বাচনের প্রচারণায় তিনি ২১ দফা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ-পূর্ব পাশে দক্ষিণখানের ১ ও ২ নং ওয়ার্ড নিয়ে ৪৯ নম্বর ওয়ার্ড গঠিত। জনসংখ্যা প্রায় আড়াই লাখ। ভোটার সংখ্যা অন্তত ৫২ হাজার। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে কাউন্সিলর হিসেবে আনিছুর রহমান নাঈম নির্বাচিত হন। এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
তিনি বলেন, গত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এলাকার উন্নয়নমূলক সেবা করেছি। এবার নির্বাচনে দল থেকে মনোনয়নের বিষয়ে জটিলতা সৃষ্টি হলেও দলীয় নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্বাচন করার অনুমতি পেয়েছি। মাত্র ৯ মাস আগে উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে নজরকাড়া কর্মতৎপরতার ফলে দল ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা ফের নির্বাচনে অংশগ্রহণে আমাকে উদ্বুদ্ধ করেছেন।
ওয়ার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, ফের নির্বাচিত হলে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও মাদকমুক্ত সমাজ গড়ে জনগণের সেবক হওয়াই তার ইচ্ছা। একই সাথে নিজ ওয়ার্ড থেকে উন্নয়নমূলক কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন আনিছুর রহমান নাঈম।