আনোয়ার হেসেন আন্নু,সাভার: সাভার উপজেলার আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর উপর সন্ত্রসী হামলার ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।
গতকাল আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী (নাজির) মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত এজাহার দায়ের (নং-২/২৯৬) নথিভুক্ত করা হয়। মামলায় আসামীরা হলেন রুহুল মাদবর, পিতা-মৃত মজুল মাদবর, আবু তালেব বাবু, পিতা-মৃত মজুল মাদবর, আলামিন মাদবর, পিতা-আলি মাদবর, সর্ব সাং টঙ্গাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা, বিপ্লব সাহা, পিতা-মৃত হরিদাস সাহা, দক্ষিণপাড়া, সাভার, ঢাকাসহ অজ্ঞাতনামা কিছু স্থানীয় বাজারের দোকানদার ।
মোঃ ইকবাল হোসেন বলেন (বুধবার) সকাল সাড়ে নয়টার সময় সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নের্তৃত্বে আমরা বাজার পরিদর্শনে বের হই । এসময় বাজারে অবস্থান রত একজন সাদা টি-শার্ট প্যান্ট পড়া ব্যাক্তিকে ঠিকানা জিজ্ঞাস করলে সে এবং তার সঙ্গে সবুজ লুঙ্গি ও কমলা রংয়ের টি-শার্ট পড়া ব্যক্তি আমাদের সাথে দুর্ব্যবহার করেন ।
কথা কাটাকাটির এক পর্যায়ে আমরা চলে আসতে চাইলে দু’ ব্যক্তি অজ্ঞাতনামা ৪০ থেকে ৪৫ জন লোক ডেকে এনে আমাদের উপর আক্রমণ করে।এলোপাথারি আঘাত করে।
সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, রুটিন কাজের অংশ হিসেবে নিয়মিত হাট-বাজার পরিদর্শন করা যাই। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আশুলিয়া হাটবাজার পরিদর্শনে গেলে এজাহারে উল্লেখিত ব্যক্তিরা লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, মামলা দায়ের হয়েছে, আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।