সিলেট প্রতিনিধি: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের মামলায় আরও তিন আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাদের সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে তোলা হয়। তখন মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে বিচারক সাইফুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার ৩ নম্বর আসামি শাহ মাহবুবুর রহমান রনি। আর এজাহারে থাকা অজ্ঞাতনামা আসামি রাজন এবং আইনুল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।