রবিন হাসনাত রানার জম্ম বরিশালের নলছিটির দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী গ্রামে।নানা প্রতিভায় গুনান্বীত রানা ছোট বেলা থেকেই ছিলেন খুবই দুরন্ত।ভাল কিছু শেখার নেশায় মেতে থাকতেন সারাক্ষন। নম্র ও বিনয়ী এই ভদ্র লোক তাই জীবনে অর্জন করেছেন অনেক কিছু।যেমনঃ ছবি আকা, পোষাক ডিজাইন, মৃৎশিল্প, কারু শিল্প,আবৃত্তি, উপন্যাস লেখা,কবিতা লেখা, গ্রাফিক্স ডিজাইন, উপাস্থাপন, সাংবাদিকতা ইত্যাদি।
তার সঙ্গে আলাপচারিতায় এক ফাকে যখন প্রশ্ন করলাম আপনার জীবনে এত কিছু অর্জন করেছেন তার পিছনে সবচেয়ে কার অবদান বেশী?
তিনি বলেন আপনাদের দোয়া এবং ভালবাসার কারনেই আমি এতদূর এসেছি।সামনে আরো ভাল কিছু করতে চাই দেশ ও দেশের মানুষের জন্য।সেজন্য আপনাদের দোয়া আমার জন্য খুব বেশী প্রয়োজন।আর সবচেয়ে বড় কথা হলো,আমি নিতান্তই একটা সাধারন পরিবারের সন্তান। তাই সাধারন মানুষের কথা আমি প্রতিটা মুহুর্তে অনুভব করি।এদের নিয়েই ভাল কিছু করতে চাই।সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগীতা একান্ত ভাবে কাম্য।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বরিন হাসনাত রানা একজন সরল মনের মানুষ।কোথায় ও অন্যায় দেখলে প্রতিবাদ করেন আবার মানুষের বিপদে সাধ্যমতো উপকার করার চেষ্টা করেন। তার ভেতরে যে দেশপ্রেম রয়েছে সেটা দিয়ে তিনি অনেকদুর যেতে পারবেন।তার জন্য আমরা সব সময় দোয়া করি।
আমাদের পক্ষ থেকে রবিন হাসনাত রানার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।