মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মালানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৮৬ বার পঠিত
DHARAMSALA, INDIA - OCTOBER 10: Dawid Malan of England raises his bat after scoring a half century during the ICC Men's Cricket World Cup India 2023 between England and Bangladesh at HPCA Stadium on October 10, 2023 in Dharamsala, India. (Photo by Gareth Copley/Getty Images)

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে ইংলিশরা। দারুণ ব্যাটিংয়ে এরই মধ্যে সেঞ্চুরির দেখা পেয়েছেন মালান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩১.২ ওভারে এক উইকেটে ১৯৫ রান।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।

শুরু থেকেই দেখে খেলতে থাকেন বেয়ারস্টো ও মালান। ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ান দুই ওপেনার। বিশেষ করে বাজে ডেলিভারিগুলোর সবই কাজে লাগান তারা। সেই ধারাবাহিকতায় ইনিংসের ১৪তম ওভারে ফিফটির দেখা পান মালান।

সাকিবের বলে সিঙ্গেল নিয়ে ৩৯ বলে মাইলফলকে পৌঁছান এ ব্যাটার। মালানের কিছু পরই অর্ধশতক পূরণ করেন বেয়ারস্টো। এবারও বোলার ছিলেন সাকিব। ১৬তম ওভারের শেষ বলে দুই রান নিয়ে ফিফটি পূরণ করেন বেয়ারস্টো।

উইকেটের জন্য হাপিত্যেশ করা বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সেই সাকিবই। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন বেয়ারস্টো। এর আগে করেন ৫২ রান। এরপর জো রুটকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন মালান।

দারুণ ব্যাটিংয়ে ইনিংসের ৩২তম ওভারে সেঞ্চুরির স্বাদ পান মালান। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেতে তিনি খেলেন ৯১ বল। অন্যপ্রান্তে ৪১ রানে ব্যাট করছেন রুট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com