সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: মির্জা ফখরুল ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভূতপূর্ব প্রত্যাবর্তন: নতুন দিগন্তে সাফল্যের জয়যাত্রা এনবিআর অধ্যাদেশ সংশোধনে সুপারিশ করা হবে : জ্বালানি উপদেষ্টা ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা, অপরাধ দমনে আরও কঠোর সরকার উত্তরায় সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলো চাঁদাবাজ মিলন মিটফোর্ডে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিমান কখনোই সেফটি ও সিকিউরিটির সঙ্গে আপস করে না তুরাগে এসএম জাহাঙ্গীরের লিফলেট বিতরণ

করোনাভাইরাস নিষ্ক্রিয়ে অ্যান্টিবডির সন্ধান

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২২১ বার পঠিত

নিউজ ডেস্ক : মানবদেহের কোষে করোনাভাইরাসের সংক্রমণ নিষ্ক্রিয় করে দেওয়ার মতো অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন নেদারল্যান্ডসের গবেষকরা। আর এটিকে করোনা চিকিৎসার ক্ষেত্রে দারুণ সম্ভাবনায় বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।

ন্যাচার কমিউনিকেশন নামক ম্যাগাজিনে প্রকাশিত আর্টিকেল থেকে জানা গেছে, ওই অ্যান্টিবডি নতুন করোনাভাইরাসকে নিষ্ক্রিয় ও অসাড় করে দিতে সক্ষম। যা করোনাভাইরাস রুখতে কিংবা চিকিৎসার ক্ষেত্রে দারুণ সম্ভাবনাময়।

যদিও এটা এখনো কোনো প্রাণী কিংবা মানুষের শরীরে প্রয়োগ করে দেখা হয়নি। তবে আটরেক্ট বিশ্ববিদ্যালয় ও রটারডামের এরাসমাস মেডিকেল সেন্টারের গবেষণাগারে করোনাভাইরাসের স্পাইক প্রোটিন ব্যবহার করে ‘হিউম্যানাইজড ইঁদুর’ এর শরীরে প্রয়োগ করে দেখা হয়েছে। তাতে দেখা যায় ওই অ্যান্টিবডি কোষে করোনাভাইরাসের সংক্রমণ রুখে দিচ্ছে। এটা কোষে করোনাকে নিষ্ক্রিয় ও অসাড় করে দেওয়ার অ্যান্টিবডি উৎপাদন করছে। যেটা ভাইরাসের দুটি প্যাথোজেনকেই নিষ্ক্রিয় করে দিতে সক্ষম। গবেষক ও বিজ্ঞানীরা এটা নিয়েই বেশ আশাবাদী হয়ে উঠেছেন।

যদিও বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটা মানবদেহেও কাজ করবে কিনা সেটা এখনো অনেক দূরের বিষয়। এ বিষয়ে ওয়ারউইক মেডিকেল স্কুলের সাম্মানিক ক্লিনিক্যাল লেকচারার জেমস গিল বলেছেন, ‘ল্যাব টেস্টে আমরা এমনই একটি অ্যান্টিবডির সন্ধান পেয়েছি যেটা ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এটার মানে এই নয় যে এই অ্যান্টিবডি করোনা আক্রান্ত মানুষের শরীরেও একইভাবে কাজ করবে। এমনটা আমরা প্রত্যাশা করতে পারি না। তবে এটা খুবই সম্ভাবনাময়।’

এখন দেখার বিষয় গবেষক ও বিজ্ঞানীরা এটার উন্নয়ন সাধন করে মানুষের শরীরে প্রয়োগ উপযোগী করে তুলতে পারেন কিনা। যেটা মানুষের শরীরেও প্রাণঘাতী করোনাভাইরাসকে নিষ্ক্রিয় ও অসাড় করে দিয়ে বিশ্বের কোটি কোটি মানুষকে স্বস্তি দিবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com