ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক হকিতে অভিষেক আসরেই চমক দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির বিকল্প নেই। আর সে জন্য চাই ঘরোয়া টুর্নামেন্ট বাড়ানো। বাংলাদেশ হকি ফেডারেশন সেদিকেই হাঁটছে। বর্তমান কমিটির তৃতীয় সভায় সোমবার মেয়েদের জন্য নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্ট হবে বিভাগীয় পর্যায়ে।
সভা শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুর রশিদ শিকদার জানিয়েছেন মেয়েদের নিয়ে তাদের এই পরিকল্পনার কথা। তিনি বলেন, ‘এ বছরই আমরা এ টুর্নামেন্টটি করবো। আমাদের লক্ষ্য এক মাসের মধ্যে শুরু করা। এটা হবে বিভাগীয় পর্যায়ে। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি রাজশাহী বা রংপুরে টুর্নামেন্ট আয়োজন করতে। যে সব জেলায় মেয়েদের হকির চর্চা আছে সেসব জেলা দল অংশ নেবে এই টুর্নামেন্টে।’
আজ সোমবারের এ সভায় ফেডারেশনের কর্মকান্ডে গতি আনতে ৯ টি সাব-কমিটি গঠন করা হয়েছে। বেশিরভাগ কমিটির চেয়ারম্যান ও সম্পাদক নির্বাচন করা হয়েছে। তারা কমিটি সম্প্রসারণ করবেন।
কমিটিগুলো হচ্ছে-
১. ডেভেলপমেন্ট কমিটি: চেয়ারম্যান-আবদুর রশিদ শিকদার, সম্পাদক-মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু
২. স্কুল হকি কমিটি: চেয়ারম্যান- ড. মাহফুজুর রহমান, সম্পাদক-মোহাম্মদ ইউসুফ
৩. টুর্নামেন্ট কমিটি: চেয়ারম্যান-জাকি আহমেদ রিপন, সম্পাদক-বদরুর ইসলাম দিপু
৪. প্রিমিয়ার লিগ কমিটি: চেয়ারম্যান-মতিঝিলের উপ-পুলিশ কমিশনার, সম্পাদক-খাজা তাহের লতিফ মুন্না
৫. নির্বাচক কমিটি: চেয়ারম্যান-সাজেদ এ.এ. আদেল
৬. মিডিয়া কমিটি: চেয়ারম্যান-মোহাম্মদ ইউসুফ আলী, সম্পাদক-ফয়সাল আহসানউল্লাহ
৭. আম্পায়ার্স বোর্ড: চেয়ারম্যান-মাকসুদুর রহমান, সম্পাদক-কামরুল ইসলাম কিসমত
৮. ফাইন্যান্স কমিটি: চেয়ারম্যান-এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সম্পাদক-হাজী মোহাম্মদ হুমায়ুন
৯. গ্রাউন্ডস কমিটি: চেয়ারম্যান- জামিল আব্দুন নাসের, সম্পাদক-জাফরুল আহসান বাবুল।